বার্তা সংস্থা ইকনা: বিশ্ব মসজিদ দিবস উপলক্ষে এক সেমিনারে বক্তৃতাকালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানী বলেন: বিগত ৪৬ বছর পূর্বে জায়ণবাদি ইসরাইল মুসলিম উম্মাহর প্রথম কিবলা এবং মুসলিম জাহানের ৪টি পবিত্রতম মসজিদের অন্যতম মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। আর তখন থেকে প্রতি বছর বিশ্ব মসজিদ দিবস পালিত হচ্ছে। এ দিবসটি মুসলিম উম্মাহকে মসজিদুল আকসার উপর ইহুদিবাদি ইসরাইলের নগ্ন হামলার কথা স্বরণ করিয়ে দেয়।
তিনি মসজিদের গুরুত্ব ও তাৎপর্যের প্রতি ইঙ্গিত করে বলেন: মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব অপরিসীম। কেননা রাসূল (সা.) মসজিদে বসেই তৎকালীন মদীনা সরকারের পরিচালনা করতেন। মসজিদ ছিল সব কিছুর কেন্দ্র বিন্দু। কেউ কেউ ধারণা করেন যে, মসজিদ শুধুমাত্র নামাযের স্থান কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা; বরং মসজিদ হচ্ছে সকল ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের তীর্থ স্থান। মসজিদ কোন নির্দিষ্ট দল, মত কিংবা গোষ্ঠির নয়। বরং মসজিদ হচ্ছে সমগ্র মানব সভ্যতার সম্পদ। সূত্র: শাবিস্তান