IQNA

সিরিয়ায় রুশ হামলা: সমর্থন দিল ইরান

23:38 - October 01, 2015
সংবাদ: 3377217
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলার প্রতি সমর্থন দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম আজ (বৃহস্পতিবার) বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রতি অভিন্ন হুমকি হিসেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক ও মৌলিক যুদ্ধ প্রয়োজন। ইরাক ও সিরিয়ার সরকারের সহযোগিতার ভিত্তিতে এই লক্ষ্য বাস্তবায়ন করতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে আন্তরিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে।
আফখাম বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে রুশ ফেডারেশন যে হামলা শুরু করেছে তাকে ইরান সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান বলে মনে করে। গতকাল থেকে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র অবস্থানে হামলা চালাতে শুরু করেছে। তার কিছু আগেই রুশ জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর অনুমতি দেয়।
রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, সিরিয়ার রাজধানী দামেস্কের ২১৩ কিলোমিটার  উত্তরে হামা শহরে সুখোই সু-২৪ বিমান দিয়ে হামলা চালানো হয়। হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে মস্কো।

captcha