IQNA

বিগত এক বছরে;

মিশরে ১০০০ অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে

23:40 - November 08, 2015
সংবাদ: 3444923
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আওকাফ মন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন: বিগত এক বছরের মধ্যে সেদেশে এক হাজারের অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ের মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের আওকাফ মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়ে বলেন: বিগত এক বছরের মধ্যে সেদেশে এক হাজারের অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে। এরমধ্যে ৭৭৯টি মসজিদ মিশরের এনডাওমেন্ট তহবিল ও আওকাফ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত করা হয়েছে।
তিনি বলেন: মিশরের ইতিহাসে এ বিষয়টি একটি নজিরবিহীন ঘটনা।
মুহাম্মাদ মোখতার বলেন: মহান আল্লাহ পবিত্র কুরআন ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছেন এবং এ বিষয়টি বন্তুগত বিষয়ের প্রতিও ইশারা করা হয়েছে। যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য শারীরিক অথবা আর্থিক সাহায্য করেছে, সে তার এ সম্পদকে আল্লাহর পথে ব্যয় করেছে।
3444838
 

captcha