IQNA

রাশিয়ায় আইএসআইএলের কমান্ডর নিহত

1:27 - November 14, 2015
সংবাদ: 3447727
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নালচিক শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অন্তর্গত সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডর নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার আন্তর্জাতিক সন্ত্রাসী বিরোধী কমিটির এক সংবাদ মাধ্যম জানিয়েছে: ১০ম নভেম্বর সন্ত্রাস বিরোধী যুদ্ধে রাশিয়ার নালচিক শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অন্তর্গত সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডর নিহত হয়েছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অন্তর্গত ‘Vilayat KBK’ দলের ২৭বছরের নেতা রবার্ট যানকেশিফ’কে দীর্ঘ দিন যাবত রাশিয়ার পুলিশ খুঁজছিল। অবশেষে ১০ম নভেম্বর রাশিয়ার সন্ত্রাসী বিরোধী টিমের সাথে এক যুদ্ধে নিহত হয়।
রাশিয়ার সন্ত্রাসী বিরোধী টিমের মুখপাত্র জানান: রবার্ট যানকেশিফ দীর্ঘ দিন যাবত বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজে লিপ্ত ছিল এবং অনেক উচ্চপদস্থ অফিসারকে হত্যা করেছে।
এই কুখ্যাত সন্ত্রাসী, উচ্চপদস্থ অফিসারের ১০ বছরের ছেলের সম্মুখে তাকে হত্যা করে।
কিছু গণমাধ্যম জানিয়েছে, পুলিশের সাথে দীর্ঘ আলোচনার পর রবার্ট যানকেশিফের স্ত্রী আত্মসমর্পণ করে।
3447480

captcha