IQNA

কেনিয়ায় পোপ ফ্রান্সিস:

বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপ অপরিহার্য

22:55 - November 26, 2015
সংবাদ: 3457369
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় এক শীর্ষক সেমিনারে আজকে (২৬শে নভেম্বর) ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস গুরুত্বারোপ করে বলেন: “যুবকদের চিন্তাধারা সংশোধনের করার জন্য আফ্রিকায় বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করা অপরিহার্য”।

বার্তা সংস্থা ইকনা: কেনিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আজকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস বিভিন্ন ধর্মের ২৫ জন নেতার উপস্থিতিতে বলেন: অধিকাংশ চরমপন্থিরা ধর্মের নামে যুবকদেরকে আকর্ষণ করে তাদের দিয়ে বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজ করছে।
প্রথমবারের মতো পোপ ফ্রান্সিস আফ্রিকায় সফর করেছেন এবং শুক্রবার তিনি উগান্ডা সফর করবেন। আজকে কেনিয়ার মুসলিম ও খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মের বিশ্বাসীদের সাথে ব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি।
বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিতিতে শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন: শান্তি প্রতিষ্ঠার জন্যই ধর্মীয় নেতাদের সংলাপে বসতে হবে। ধর্ম কখনোই সহিংসতাকে সমর্থন করে না। ধর্মের নামে বর্তমানে যুবকরা যে সহিংসতা চালাচ্ছে ধর্ম কখনো তা সমর্থন করে না।
3457317

captcha