বার্তা সংস্থা ইকনা : ব্রিটেন সরকারের মুখপাত্র তার টুইটার পেইজে লিখেছেন : ‘আমি আশাবাদী যে, একদিন আমি কুরআনকে আরবি ভাষায় পড়তে পারবো’।
তার সংযোজন : ‘নিঃসন্দেহে কুরআন আরবি ভাষায় পড়া, অনূদিত ভাষায় পড়া অপেক্ষা অধিক শ্রেয়’।
তিনি বলেন : বর্তমানে আমি একটি প্রাচীন কুরআনের অনুবাদ পড়ছি।
তিনি অনুদিত এ কুরআন পড়ার বিষয়ে আনন্দ প্রকাশ করে বলেন : অনুবাদটি ১৯০৯ সালের; যা আমার দাদা তার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর একটি অংশে পড়েছিলেন।# 3468177
সূত্র : masralarabia.com