তেহরান (ইকনা): ২০২২ সালে আবুধাবি ইসলামী ব্যাংক রেকর্ড মুনাফা অর্জন করেছে। গত বছর ব্যাংকটি লভ্যাংশ ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.৫৬০ বিলিয়ন দিরহাম থেকে ৬.৮৩৫ দিরহামে উন্নীত হয়েছে। এর মধ্যে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ৩.৬২ বিলিয়ন দিরহাম।

২০২২ সালের শেষ তিন মাসে আবুধাবি ইসলামী ব্যাংকের মুনাফার পরিমাণ ছিল ১.২ বিলিয়ন দিরহাম। যা ২০২১ সালের একই সময়ে ছিল ৭২৮ দিরহাম। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ব্যাংকটি। আবুধাবি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জাওয়ান আওদাহ আল-খালিলি বলেন, ২০২২ সাল আমাদের জন্য নজিরবিহীন একটি বছর। ব্যাংকের ইতিহাসে এবার প্রথম আমরা ৩.৬২ বিলিয়ন দিরহাম মুনাফা অর্জন করতে পেরেছি।
আয় বৃদ্ধিতে আমাদের নানামুখী উদ্যোগ, নতুন কর্মকাণ্ডের সম্প্রসারণ ও মানসম্মত পরিসেবা আমাদের সাফল্য এনে দিয়েছে। ২০২২ সালের শেষ তিন মাসে মিসরে আবুধাবি ইসলামী ব্যাংকের সাফল্য আমাদের আশান্বিত করছে। মিসরে আমাদের বিনিয়োগ দেশটির সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যতের প্রতি আস্থাশীল করে তোলে।
সূত্র : দ্য ন্যাশনাল নিউজ