IQNA

মু'মিন ভাইকে খুশি করার ফযিলত!

20:40 - May 20, 2024
সংবাদ: 3475475
ইমাম বাকির (আ.) বলেছেন, تَبَسُّمُ الرَّجُلِ فِي وَجْهِ أَخِيهِ حَسَنَةٌ وَ صَرْفُ الْقَذَى عَنْهُ حَسَنَةٌ وَ مَا عُبِدَ اللَّهُ بِشَيْ‏ءٍ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِدْخَالِ السُّرُورِ عَلَى الْمُؤْمِنِ.‌‏... একজন মু'মিন ভাইয়ের মুখে হাসি ফোটানো সওয়াবের কাজ; এবং কি তার পথ থেকে ছোট্ট কাঁটা সড়ানোও সওয়াবের কাজ! আল্লাহর নিকট তার বান্দার সর্বাধিক পছন্দনীয় ইবাদত সেটাই যাতে মু'মিন ভাইকে খুশি করা ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না! [উসুলে কাফি, খন্ড- ২, পৃষ্ঠা- ১৮৮]

মু'মিন ভাইকে খুশি করার ফযিলত!

captcha