IQNA

সাবাস ইয়ামানের বীর মুজাহিদরা

23:24 - June 02, 2024
সংবাদ: 3475545
ইকনা: সাবাস ইয়ামানের বীর মুজাহিদরা ! মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র )ও যুরার( যুক্তরাজ্য ) যৌথ হামলার পর ইয়ামানীরা মাযুরার বিমানবাহী রণতরী আইযেনহাওয়ারের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে !!!! 
সাবাস ইয়ামানের বীর মুজাহিদরা ! মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র )ও যুরার( যুক্তরাজ্য ) যৌথ হামলার পর ইয়ামানীরা মাযুরার বিমানবাহী রণতরী আইযেনহাওয়ারের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে !!!! 
সূত্র :https://www.aljazeera.com/news/2024/5/31/red-sea-tensions-yemens-houthis-attack-us-carrier-after-deadly-strikes
 
হুথিদের এ সাহস তাদের দৃঢ় ঈমান ও আত্ম প্রত্যয় থেকে উৎসারিত। এমন দু:সাহস যদি মিসর , সৌদী , আমিরাত, তুরস্ক পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অন্য সকল মুসলিম দেশের থাকত তাহলে বহু আগেই ফিলিস্তীন সহ মুসলিম বিশ্বের সমস্যা সমূহের সমাধান হয়ে যেত । কিন্তু আফসোস অধিকাংশ মুসলিম ও আরবদেশসমূহের এই ঈমান ও সৎসাহস নেই। তার কারণ , হুথিরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নয় আর এ সব আরব ও মুসলিম দেশগুলোর ক্ষমতাসীন এলিট শ্রেণী ও রাজনৈতিক নেতা গণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত 
হওয়ায় গুরুজন পশ্চিমাদের পা চাটতেই  ব্যস্ত ও দিশেহারা !!! খোদার শক্তিতে বিশ্বাসের চাইতেও এ সব পাশ্চাত্য শিক্ষিত এলিট শ্রেণী পাশ্চাত্যের শক্তিতেই যেন অধিক বিশ্বাসী ও আস্থাশীল ।
আলজাযীরার এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ২০২৪ সালের জানুয়ারি থেকে হুথিদের অবস্থানে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরা ( যুক্তরাজ্য) হামলা চালিয়েও ঐ সব হামলা হুসিদের বিরত রাখতে খুবই কম ভুমিকা রেখেছে (  এত সব হামলাও হথিদের ঠেকিয়ে রাখতে পারছে না। )
ইয়ামান জিন্দাবাদ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 
captcha