IQNA

"উম্মাহর নক্ষত্র" - স্মৃতি

14:40 - February 04, 2025
সংবাদ: 3476804
আয়াতুল্লাহ আল্লামা শেখ হায়দারকুলি সরদার কাবুলি (রহঃ): "যদি কোনো প্রয়োজন পূরণের জন্য নাযর (মানত) করতে চান, তবে ৭, ৭৭ অথবা ৭৭৭ বার দরুদ পাঠ করুন এবং তা ইমাম মূসা কাজিম (আ.)-এর মা, বিবি হামিদা খাতুন (আ.)-এর পবিত্র আত্মার প্রতি উৎসর্গ করুন। যখন আপনার প্রয়োজন পূর্ণ হবে, পবিত্রতা রক্ষা করে কিবলামুখী হয়ে কারো সাথে কথা না বলে দরুদ পাঠ করবেন।"
আয়াতুল্লাহ আল্লামা শেখ হায়দারকুলি সরদার কাবুলি (রহঃ):
"যদি কোনো প্রয়োজন পূরণের জন্য নাযর (মানত) করতে চান, তবে ৭, ৭৭ অথবা ৭৭৭ বার দরুদ পাঠ করুন এবং তা ইমাম মূসা কাজিম (আ.)-এর মা, বিবি হামিদা খাতুন (আ.)-এর পবিত্র আত্মার প্রতি উৎসর্গ করুন। যখন আপনার প্রয়োজন পূর্ণ হবে, পবিত্রতা রক্ষা করে কিবলামুখী হয়ে কারো সাথে কথা না বলে দরুদ পাঠ করবেন।"
 
"যে কোনো বিপদ, দুঃখ ও হতাশা দূর করতে প্রতিদিন একশবার নিম্নলিখিত দোয়া পাঠ করুন। এটি আশ্চর্যজনক প্রভাব ফেলে:
 
«نِجاتاً مِنكَ يا سَيِّدَ الكَريمَ نِجِّنا وَ خَلِصّنا بِحَقِّ بَسمِ اللهِ الرَّحمنِ الرَّحيمِ»
 
“হে মহিমান্বিত প্রভু! আমাদের মুক্তি দিন এবং ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর উসিলায় আমাদের মুক্ত করুন।”
 
নাসিমহায়ে গেরেহগোশা 
 
আয়াতুল্লাহ আল্লামা শেখ হায়দারকুলি সরদার কাবুলি (রহঃ)-এর মৃত্যুবার্ষিকীতে তাঁর পবিত্র আত্মার উদ্দেশ্যে দরুদ নিবেদন করুন।
 
ইসলামী_সংস্কৃতি_জীবনধারা_তিব্ব

 

captcha