IQNA

৪০ বছরের জমানো অর্থে হজে গেলেন ইন্দোনেশিয়ান দম্পতি

21:02 - May 25, 2025
সংবাদ: 3477431
ইকনা- এ বছর হজ করবেন ইন্দোনেশিয়ার পরিচ্ছন্নতাকর্মী লেজিমান ও তাঁর স্ত্রী। পরিচ্ছন্নতাকর্মী লেজিমানের কাছে স্বপ্ন ও সাধনার বিষয়। হজের স্বপ্ন পূরণ করতে তিনি অর্থ সঞ্চয় করেছেন ৪০ বছর ধরে। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে।
এরই মধ্যে তিনি ও তাঁর স্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন। লেজিমান বলেন, ‘আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। আমি কখনো ভাবিনি শেষ পর্যন্ত আমি নিজ চোখে পবিত্র কাবাঘর দেখব। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই।
 
‘একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। আমি ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ ব্যবস্থার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানাই। কেননা এটা আমার যাত্রাকে সহজ করেছে।’
 
হজের স্বপ্ন পূরণের জন্য নিজের সংগ্রাম ও প্রচেষ্টার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘পবিত্র হজযাত্রার জন্য আমি ১৯৮৬ সাল থেকে সঞ্চয় শুরু করি।
 
 
অভাবের সংসারে কঠোর পরিশ্রম করে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছেন। নানা সমস্যার মধ্যেও আমরা কখনো আশা হারাইনি। আমি ও আমার স্ত্রী নিয়মিত সঞ্চয় করেছি। অবশেষে এ বছর হজযাত্রীদের তালিকাভুক্ত হয়েছি।’
উল্লেখ্য, ইন্দোনেশিয়া সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ।
 
এ বছর ইন্দোনেশিয়ার দুই লাখ ২১ হাজার মুসল্লির হজ করার কথা রয়েছে। ইন্দোনেশিয়া মক্কা রুট ইনিশিয়েটিভ পরিষেবার অন্তর্ভুক্ত একটি দেশ। এই পরিষেবার অধীনে হাজি নিজ দেশেই ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসেন এবং সৌদি আরবে নেমে সরাসরি নির্ধারিত বাসে হোটেলে পৌঁছে যান। সৌদি কর্তৃপক্ষ হোটেলে তাঁদের ব্যাগ ও লাগেজ পৌঁছে দেয়।
সূত্র : গালফ নিউজ
captcha