IQNA

জাতিসংঘ: অপরাধ ধামাচাপা দিতে মানবিক সাহায্য ব্যবহার করছে ইসরায়েল

10:17 - May 31, 2025
সংবাদ: 3477470
ইকনা- জাতিসংঘের বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন যে ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় নৃশংস অপরাধ ঢাকতে মানবিক সহায়তা ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ মানবিক সাহায্যের হাতিয়ার ব্যবহারের সমালোচনা করে বলেছেন: মানবিক সমাধান প্রদানের ভান করে, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার ক্ষুধার্ত মানুষের কাছে জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছাতে বাধা দেয়, একই সাথে অঞ্চলটি দখল এবং আধিপত্য বিস্তার অব্যাহত রাখে।
আলবানিজ আরও বলেন, এই ইচ্ছাকৃত কৌশলের মধ্যে রয়েছে অপরাধ ঢেকে রাখা, শরণার্থীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা, বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করা, এমনকি ফিলিস্তিনিদের পুড়িয়ে মারা এবং বেঁচে থাকা ব্যক্তিদের অঙ্গহানি করা। যদিও এই সমস্ত কর্মকাণ্ড মানবিক পরিভাষার আড়ালে পরিচালিত হচ্ছে যাতে আইনি দায়িত্ব পালন থেকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা না হয়। 
তিনি জোর দিয়ে বলেন: "কয়েক ঘন্টার মধ্যেই গাজা থেকে হৃদয়বিদারক ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয়েছে কিভাবে এই ব্যবস্থা কাজ করে এবং কিভাবে ইসরায়েলি সেনাবাহিনী অসহায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে। মনে হচ্ছে ইসরায়েলের অপরাধের কোন সীমা নেই।" 4285524#
 
 
 
captcha