IQNA

হজযাত্রীদের সেবা দিয়েছেন সৌদির চার লাখের বেশি ব্যক্তি

0:05 - June 15, 2025
সংবাদ: 3477566
ইকনা- চলতি বছর হজযাত্রীদের পরিষেবায় দায়িত্ব পালন করেছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চার লাখ ২০ হাজারের বেশি ব্যক্তি। তাঁরা বিশ্বের ১৭১টি দেশ থেকে আগত ১৬ লাখ ৭৩ হাজার হাজির নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। 
বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি আরবের পরিসংখ্যান বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের সূত্রে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, হজযাত্রীদের সেবা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৯২ শতাংশ পুরুষ এবং ৮ শতাংশ নারী।
 
 
মোট কর্মীবাহিনীর মধ্যে ৩৪ হাজার ৫৪০ স্বেচ্ছাসেবক হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে ২১ লাখ ঘণ্টারও বেশি সময় ধরে সেবা দিয়েছেন।
সৌদি আরব ২০২৫ সালের হজের আগে ভিসা ব্যবস্থা সহজীকরণ, সামাজিক ও স্বেচ্ছাসেবক পরিষেবা বৃদ্ধি, স্বাস্থ্য, রসদ সরবরাহ এবং হজযাত্রীদের সহায়তাসহ বৃহৎ পরিসরে সহায়তা ক্ষেত্রগুলো বিস্তৃত করেছে।
 
এ বছর ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় ৩ লাখ ১৪ হাজার ৩৩৭ হজযাত্রী নিজ দেশ থেকে যাত্রা করার আগে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে। এই সংখ্যাটি মোট বিদেশি হজযাত্রীর প্রায় ২১ শতাংশ।
 
 
এই উদ্যোগটি বর্তমানে শুধুমাত্র ৮টি দেশের হজযাত্রীদের সেবা দিয়ে থাকে এবং সৌদি আরবের বৃহত্তর হজ সুবিধা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এ বছর বিশ্বের ১৭১টি দেশের ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন পবিত্র হজপালন করেছেন। এরমধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। আর সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।
 
 
পুরুষ ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন এবং নারী ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।
হাজিদের মধ্যে আকাশপথে সৌদি আরবে গমন করেছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন। নৌপথে গেছেন ৫ হাজার ৯৪ জন। স্থলপথে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।
 
এ বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ১৫৭।
 
এর মধ্যে মক্কা ও মদিনায় ২২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। হাজিদের ফিরতি ফ্লাইট গত ১০ জুন থেকে শুরু হয় যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।
তথ্যসূত্র : গালফ নিউজ 
captcha