IQNA

হযরত আব্বাস(আ.)-এর পবিত্র রওজা শরীফের প্রবেশদ্বারের পর্দা পরিবর্তন + ছবি

20:09 - August 28, 2025
সংবাদ: 3477963
ইকনা- হযরত আবুল ফজল আব্বাস(আ.)-এর পবিত্র রওজা শরীফের প্রবেশদ্বারের পর্দাগুলো মহররম ও সফর মাসের সমাপ্তির সাথে সাথে, আসতানে কুদসে আব্বাসি কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে।

ইকনা-র প্রতিবেদন অনুযায়ী, যা আল-কাফিল থেকে উদ্ধৃত: এই পরিকল্পনার অধীনে পবিত্র রওজা শরীফের প্রবেশদ্বারের পুরনো পর্দাগুলো নতুন পর্দা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা উচ্চমানের ও টেকসই কাপড় দিয়ে তৈরি।

এই পর্দাগুলো বিশেষভাবে সেলাই ও কারুকাজ করা হয়েছে, যাতে সেগুলো হযরত আব্বাস(আ.)-এর পবিত্র রওজার মর্যাদা ও পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এর মাপও এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরো প্রবেশপথ আচ্ছাদিত থাকে।

আসতানে কুদসে আব্বাসি সবসময় বিভিন্ন উপলক্ষ্যে পর্দাগুলো পরিবর্তন করে থাকে এবং এর পাশাপাশি ঝাড়বাতি ও আয়নাগুলোর সজ্জা, এবং রওজার দেয়াল ও টাইলসের নিয়মিত পরিচ্ছন্নতার প্রতিও বিশেষ মনোযোগ দেয়।

নিচে এই অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হলো:

4302151#

پرده‌های ورودی حرم مطهر حضرت عباس(ع) تعویض شد +عکس
 
پرده‌های ورودی حرم مطهر حضرت عباس(ع) تعویض شد +عکس
 
پرده‌های ورودی حرم مطهر حضرت عباس(ع) تعویض شد +عکس
 
پرده‌های ورودی حرم مطهر حضرت عباس(ع) تعویض شد +عکس

 

captcha