IQNA

মসজিদুল আকসায় আক্রমণ নিয়ে সতর্কবার্তা

20:06 - August 27, 2025
সংবাদ: 3477956
ইকনা- জেরুসালেম বিষয়ক বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে জায়নিস্ট দখলদাররা মসজিদুল আকসায় বৃহৎ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

ইকনা নিউজ এজেন্সি শেহাব বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, জেরুসালেম বিষয়ক বিশেষজ্ঞ জিয়াদ আবহিস মসজিদুল আকসা ও মুসলমানদের এই পবিত্র স্থানে জায়নিস্টদের তৎপরতা ও বড় ধরনের হামলার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছেন।

তিনি সতর্ক করে বলেন, কথিত জায়নিস্ট "মন্দির গোষ্ঠী" আসন্ন ইহুদি ধর্মীয় উৎসবগুলোর সময় মসজিদুল আকসায় ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এ পদক্ষেপটি তখনই ঘটছে যখন তারা ইহুদি মাসের নতুন চাঁদকে মসজিদুল আকসায় হামলা ও তালমুদীয় আচার পালনের একটি মাসিক সংগঠিত ঘটনায় পরিণত করেছে।

তিনি উল্লেখ করেন, জায়নিস্টদের আগাম তৎপরতা ও "ইহুদিকরণ"-এর ঢাক পেটানো—যার মধ্যে ৪০০ জনের অংশগ্রহণে ব্যাপক আক্রমণ, কুব্বাতুস সাখরার উত্তরে অনুষ্ঠান আয়োজন, এমনকি মসজিদুল আকসার ভেতরে একটি ইহুদি বিবাহ সম্পন্ন করা—সবই এই মসজিদের ইহুদিকরণের অংশ।

আবহিস ঘোষণা করেন: সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, দখলদাররা ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ২০২৫ সালের মধ্যে মসজিদুল আকসায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যা মিলে যাচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার বার্ষিকীর সঙ্গে—যেমন ১৯৯০ সালের মসজিদুল আকসা গণহত্যা, ২০০০ সালের মসজিদুল আকসা ইন্তিফাদা এবং ২০২৩ সালের ‘তোফানুল আকসা’।

এই জেরুসালেম বিষয়ক বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, যা ঘটছে তা মন্দির গোষ্ঠী ও দখলদার পুলিশের পক্ষ থেকে একটি বার্তা যে ভবিষ্যত আরও ভয়াবহ।

তিনি ইসলামী উম্মাহকে আহ্বান জানান, যেন তারা নিজেদের দায়িত্ব পালন করে এবং মসজিদুল আকসাকে লক্ষ্য করে থাকা এই অস্তিত্বগত হুমকির মুখে শুধু দর্শক হয়ে না থাকে।4301967#

 

captcha