IQNA

সিস্তান-বেলুচিস্তানে প্রাণঘাতী হামলায় জড়িত ৮ সন্ত্রাসীকে হত্যা করল ইরানি পুলিশ

21:05 - August 27, 2025
সংবাদ: 3477960
ইকনা- ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত আট সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, যারা সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজের আল-মাহদি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ফারাজা) গোয়েন্দা ও নিরাপত্তা ইউনিটের সঙ্গে সমন্বিতভাবে আজ (বুধবার) একটি সফল অভিযান চালিয়ে সব সন্ত্রাসীকে নির্মূল করেছে। সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গত ২২ আগস্ট, সন্ত্রাসী হামলায় ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। সন্ত্রাসীরা ইরানশাহর কাউন্টির দামান জেলায় টহলরত দুইটি পুলিশ ইউনিটকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। তথাকথিত 'জেইশুল আদল' সন্ত্রাসীগোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, ২৬ জুলাই একই গোষ্ঠীর তিন সশস্ত্র সদস্য সিস্তান-বেলুচিস্তান প্রাদেশিক আদালতে (জাহেদানে) হামলা চালায়। ওই হামলায় একজন মা ও তার ছয় মাসের সন্তানসহ ছয়জন নিরপরাধ মানুষ প্রাণ হারান। আহত হন আরও ২৪ জন।

পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিগত কয়েক বছরে বহু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনী উভয়ই লক্ষ্যবস্তু হয়েছে।

ইরানের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে বলে মনে করা হয়।

গত বছরের ২৬ অক্টোবর, সিস্তান-বেলুচিস্তানের তাফতান কাউন্টির গোহরকুহ জেলায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য নিহত হন। ওই হামলার দায়ও স্বীকার করে 'জেইশুল আদল' সন্ত্রাসীগোষ্ঠী, যা সাম্প্রতিক মাসগুলোতে প্রদেশটির অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত।#

পার্সটুডে

 

captcha