ইকনার প্রতিবেদন অনুযায়ী, স্পুটনিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হিজবুল্লাহ লেবানন বিশেষ করে টম বারাকসহ মার্কিন প্রতিনিধি দলের লেবানিজ সাংবাদিকদের প্রতি অবমাননার সমালোচনা করেছে, যা এই দেশের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঘটেছে।
হিজবুল্লাহ জানায়, লেবানিজ সাংবাদিকদের প্রতি আমেরিকার দাপট ও শ্রেষ্ঠত্ব দেখানোর মানসিকতা কোনো বিস্ময়ের বিষয় নয়। দেশের কর্মকর্তাদের উচিত অবিলম্বে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা এবং তাঁকে ভর্ৎসনা করা।
টম বারাক, যিনি লেবানন বিষয়ক মার্কিন বিশেষ দূত, প্রেসিডেন্সিয়াল প্যালেস “বাবদা”-তে সাংবাদিকদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে বলেন: “যেই মুহূর্তে পরিস্থিতি বিশৃঙ্খল হবে এবং আচরণগুলো পশুসুলভ হয়ে উঠবে, আমরা এখান থেকে চলে যাব।”
অন্যদিকে লেবাননের প্রেসিডেন্সিয়াল অফিস এই আচরণকে অনিচ্ছাকৃত বলে বর্ণনা করেছে! 4301964#