IQNA

«গ্রেটার ইসরাইলের স্বপ্ন বনাম মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা»

20:46 - August 29, 2025
সংবাদ: 3477968
ইকনা- এখন কি দুনিয়ার সুন্নী মুসলমানরা কি সবাই শাকচুন্নি হয়ে চুপ মেরে বসে রয়েছে?!!!বাশার আসাদ আলাভীকে তো এসব সুন্নী মুসলমান শাকচুন্নি ভূত হয়ে তাড়িয়ে দিয়ে এখন সিরিয়ার অখণ্ডতা ও সুওয়াইদা অঞ্চলকে কেন রক্ষা করতে পারছে না?!!!
উচ্চ পদস্থ এক যায়নবাদী ইসরাইলী কর্মকর্তা:"সিরিয়া থেকে আস-সুওয়াইদা অঞ্চল বিচ্ছিন্ন করন প্রক্রিয়া শুরু হয়ে গেছে !!!"
ইরনা'র এ খবর নিয়ে কিছু কথা:
এখন কি দুনিয়ার সুন্নী মুসলমানরা কি সবাই শাকচুন্নি হয়ে চুপ মেরে বসে রয়েছে?!!!বাশার আসাদ আলাভীকে তো এসব সুন্নী মুসলমান শাকচুন্নি ভূত হয়ে তাড়িয়ে দিয়ে এখন সিরিয়ার অখণ্ডতা ও সুওয়াইদা অঞ্চলকে কেন রক্ষা করতে পারছে না?!!!তারা আলাভী ফির্কা ও বাশার আসাদ আলাভীর বিরুদ্ধে ধর্মীয় গ়াইরৎ (তীব্র আত্মসম্মান বোধ) ঈমানী জোশ (ঈমানী স্পিরিট তেজি ভাব) খুব তো দেখিয়েছিল। এখন ইসরাইল ও দ্রূযদের মোকাবেলায় এ সব শাকচুন্নি ভূত সবাই কাপুরুষ,মিচে বিলাই , লেজকাটা ইঁদুর-চিকায় পরিণত হয়ে গেছে দেখি!আলাভী সম্প্রদায় ও বাশার আসাদ আলাভীর বিরুদ্ধে এদের (তুরস্ক সহ দুনিয়ার সুন্নী মুসলমানদের) জিহাদী জযবা ইসরাইলের বিরুদ্ধে এখন একদম উবে গেল কেন?! তুরস্কের নর শোকুনটা (এর্দু) বাশার আসাদ আলাভীর পতন ঘটানোর জন্য ইহুদীবাদী জোলানী গোলানীর নেতৃত্বে শাকচুন্নি ভূতের দল হাইআত তাহরীরিশ শামকে এত অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করল এই মাত্র ৮-৯ মাস আগে। কিন্তু এখন তুরস্কের এই শয়তান লাশখোর (লাশ ভক্ষণ কারী) নর শোকুনটা (এর্দুগং) সিরিয়ার অখণ্ডতা রক্ষায় ইসরাইলের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে না কেন?আসল সময় পার হয়ে গেলে ইসরাইল কাউকে রেহাই ও ছাড় দিবে না এমনকি তুরস্ককেও না।তখন তুরস্ক সর্বশক্তি নিয়ে যুদ্ধ করলেও তেমন কোনো ফায়দা হবে না। এছাড়া তখন বহু রক্ত ক্ষয় হবে এবং বহু অগণিত প্রাণহানি হবে। বর্তমান পরিস্থিতিতে দুনিয়ার সকল সুন্নী মুসলমান যদি শাকচুন্নি ভূত ও দুধেল গাই গুরুতে পরিণত হয় তখন মিসরের নীল নদ থেকে ইরাকের ফুরাত পর্যন্ত এবং ফিলিস্তিন থেকে পবিত্র মক্কা-মদীনা সহ হিজায (উত্তর সৌদি আরব) পর্যন্ত সমগ্র ভূভাগ দখল করে বৃহত্তর (গ্রেটার) ইসরাইলের প্রতিষ্ঠা হবে একান্তই স্বাভাবিক।আর বহু বছর আগেই ট্রাম্প অবজ্ঞা ভরে সৌদি আরব সহ সকল তেল উৎপাদনকারী আরব দেশকে দুধেল গাই বলে সম্বোধন ও অভিহিত বলেছিল এবং সৌদি আরবসহ সকল আরব দেশ ট্রাম্পের এই জঘন্য ও চরম অবমাননাকর উক্তির বিরুদ্ধে বিন্দু মাত্র প্রতিবাদ করে নি বা করার সাহস পর্যন্ত পায় নি।এর মানে সৌদি সহ ঐ সব
আরব দেশ মেনে নিয়েছে যে তারা সব দুধেল গাই গরু ও বলদ!আর প্রায় ২৩ মাসাধিক কাল ধরে গাযায় ইসরাইলের আগ্রাসন,যুদ্ধ,গণহত্যা, ধ্বংস যজ্ঞ সহ সব ধরনের যুদ্ধাপরাধের মোকাবেলায় যুদ্ধ ও জিহাদ করা তো দূরের কথা এসব সুন্নী মুসলিম আরব দেশ এবং অন্য সকল অনারব সুন্নী মুসলমান দেশ দায়সারা গোছের কিছু নিন্দা বাদ করা ছাড়া ইসরাইলের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করে নি বা গ্রহণ করার ঈমানী মুরোদ তাদের হয় নি এবং হচ্ছে না!আর বেশ কিছু আরব ও অনারব মুসলিম দেশ যেমন: তুরস্ক তলে তলে গোপনে ইসরাইলের সাথে ব্যবসায় বাণিজ্য করছে যা হচ্ছে মুসলিম উম্মাহর সাথে স্পষ্ট খিয়ানত। এই তুরস্কের ওপর দিয়ে তুরস্কের বন্দর হতে তথাকথিত শিয়া (চিয়া বা সিয়াহ কালো বলাই শ্রেয়) আযারবাইজান প্রজাতন্ত্র ও তথাকথিত সুন্নী (শাকচুন্নি) কাযাখিস্তান ইসরাইলে জ্বালানি তেল ও পেট্রোলিয়াম রপ্তানি করছে এবং এই জ্বালানি তেল ব্যবহার করে ইসরাইল মযলূম গাযাবাসীদের বিরুদ্ধে স্বীয় যুদ্ধ মেশিন (war machine) সচল রাখতে পারছে।
আর আলাভী সম্প্রদায় ও শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ও জিহাদের জযবায় এ সব শাকচুন্নি ভূতের রক্ত সব সময় টগবগ করে উথলাতে থাকে! একমাত্র শিয়া মুসলমানরাই গাযায় মযলূম মুজাহিদ ফিলিস্তিনী সুন্নী ভাইবোনদের পক্ষে সর্বাত্মক অবস্থান নিয়ে জিহাদে শরীক হয়েছে এবং ইরান, লেবানন ও ইয়ামান ইসরাইল ও মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) আগ্রাসন ও চাপানো যুদ্ধের শিকার হয়েছে এবং নিজেদের প্রাণপ্রিয় নেতাদের ও হাজার হাজার জনগণকে ফিলিস্তিন ও আল-কুদস মুক্ত করন ও উদ্ধারের পথে কোরবানি করেছে ও করছে।দুনিয়ার সুন্নী মুসলমানদের উচিত শিয়া মুসলমানদের পদাঙ্ক অনুসরণ করে শাকচুন্নি ভূত ও দূধেল গাই-এর লেবেল ও উপাধির দুর্নাম থেকে বের হয়ে আসা এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,

 

captcha