IQNA

ইরাক ও সিরিয়ার সীমান্তে হাশদ আশ-শাবিরি বাহিনীর অবস্থান

22:00 - August 29, 2025
সংবাদ: 3477970
ইকনা- একটি হাশদ আশ-শাবিরি (জনসাধারণের দল) সামরিক টিম তাদের বাহিনীকে ইরাক ও সিরিয়ার সীমান্তে মোতায়েন করেছে, যাতে সশস্ত্র গোষ্ঠীর প্রবেশ ও কার্যক্রমকে প্রতিরোধ করা যায়।

ইকনার প্রতিবেদনে, মিডল ইস্ট নিউজ-এর বরাতে বলা হয়েছে, হাশদ আশ-শাবিরি-এর ২৭ নম্বর বিশেষ মিশন টিম একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা ইরাক ও সিরিয়ার সীমান্তে, আল-আনবার প্রদেশের পশ্চিম অংশে তাদের বাহিনী স্থাপন করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: এই পদক্ষেপ সীমান্ত নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং "সন্ত্রাসীদের" প্রবেশ ও কার্যক্রম প্রতিরোধ করার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: এই টিমের বাহিনী অন্যান্য ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ইরাক ও সিরিয়ার মধ্যে ৬০৫ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। 4302232#

 

captcha