IQNA

ফিলিস্তিনি শহীদদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২ হাজার ৯৬৬ জনে

21:57 - August 29, 2025
সংবাদ: 3477969
ইকনা- জায়নবাদী দখলদার শাসন কর্তৃক গাজা উপত্যকার ওপর চলমান আগ্রাসন, যা ২০২৩ সালের অক্টোবরের শুরু থেকে শুরু হয়েছে, তাতে শহীদদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৬৬ জন এবং আহতের সংখ্যা ১,৫৯ হাজার ২৬৬ জনে।

ইকনা কর্তৃক ওয়াস সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে এখনও হাজার হাজার শহীদ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন এবং তাঁদের মৃতদেহ বের করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে, ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে যে, শুধু গত ২৪ ঘণ্টায়ই মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্য থেকে ২২ জন শহীদের মরদেহ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

এছাড়াও, গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে, যাদের মধ্যে ১২১ জন শিশু রয়েছে। 4302190#

 

captcha