ইকনা কর্তৃক ওয়াস সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাবে এখনও হাজার হাজার শহীদ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন এবং তাঁদের মৃতদেহ বের করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে, ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে যে, শুধু গত ২৪ ঘণ্টায়ই মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্য থেকে ২২ জন শহীদের মরদেহ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।
এছাড়াও, গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে, যাদের মধ্যে ১২১ জন শিশু রয়েছে। 4302190#