IQNA

হুমকির খবরে মার্কিন নৌ একাডেমির ভবন খালি, আহত ১

23:17 - September 12, 2025
সংবাদ: 3478056
ইকনা- হুমকি পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত নৌ একাডেমি লকডাউন করা হয় এবং একাডেমির একটি ভবন খালি করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

নৌঘাঁটির মুখপাত্র লেফটেন্যান্ট নাওয়িদ লেমার এক বিবৃতিতে জানান, আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।

 

এ ঘটনার পর শুক্রবার ভোরে লকডাউন প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান এবং আনাপোলিসে অবস্থিত একাডেমি সম্পূর্ণ নিরাপদ বলেও ঘোষণা করা হয়েছে।

 

লেমার বলেন, নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি আনাপোলিস সিকিউরিটি এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে হুমকির ধরন ও আহত হওয়ার ঘটনাটি কীভাবে ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে লেমার জানিয়েছিলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাডেমিটি লকডাউন করা হয়েছিল।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশকে ব্যানক্রফট হলে দেখা গেছে। এই ভবনেই একাডেমির শিক্ষার্থীরা থাকেন।

 

সূত্র : এপি

 

captcha