IQNA

নেদারল্যান্ডসে ৯টি মসজিদে হুমকি

15:25 - September 16, 2025
সংবাদ: 3478074
নেদারল্যান্ডসের ইসলামি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির ৯টি মসজিদ হুমকিমূলক বার্তা পেয়েছে।
ইকনা সূত্রে মন্টে কার্লো ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এসব মসজিদে রক্তমাখা লাল দাগযুক্ত হুমকির চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা ছিল, “ইসলাম নাজিবাদের চেয়ে ভালো নয়” এবং “ইসলামকে মরতে হবে”। এসব হুমকির পর মসজিদ কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।
ডাচ দৈনিক  জানিয়েছে, প্রথমে রটারডামের আয়াসোফিয়া মসজিদ এ ধরনের চিঠি পায়। এরপর রটারডামের মাওলানা মসজিদ, কুজাতেপে মসজিদ ও সালাম মসজিদ, লাহেকার আল-আকসা মসজিদ, আইন্দহোভেনের ফাতিহ ও ফুরকান মসজিদ, এবং আর্নহেমের তুর্কি মসজিদ একই ধরনের হুমকির সম্মুখীন হয়। এছাড়া রটারডামের সালাম মসজিদে “ইউরোপে ইসলামের শেষ দিন” শিরোনামে একটি ডিভিডিও পাঠানো হয়।
এই হুমকিমূলক বার্তায় মসজিদগুলো চরমভাবে আতঙ্কিত হয়েছে। মোহাম্মদী আল-হারাশ, সালাম মসজিদের প্রধান বলেন, “এটি একটি খুবই স্পষ্ট বার্তা, আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।” তিনি জানান, মসজিদে আগতদের নিরাপত্তা নিশ্চিতে সিটি কর্পোরেশনের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন করা হয়েছে।
জোরাম ভ্যান ক্লাভারেন, K9 প্ল্যাটফর্মের মুখপাত্র—যা প্রায় ২৫০টি মসজিদের প্রতিনিধিত্ব করে—স্থানীয় গণমাধ্যমকে বলেন: “এই বার্তাগুলো ভয় দেখানো ও হুমকিতে পূর্ণ। এগুলো ঘৃণায় ভরা এবং একেবারেই অগ্রহণযোগ্য।”
হুমকির শিকার মসজিদগুলোর মধ্যে পাঁচটি নেদারল্যান্ডস ইসলামিক ফাউন্ডেশন (ISN-Diyanet) এর অধীন। সংস্থার এক মুখপাত্র জানান, সব মসজিদই পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে। তিনি আরও বলেন, “মসজিদগুলোই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের মূল লক্ষ্য। আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু আর নিরাপদ মনে করি না। এ ধরনের কাজগুলো প্রায়ই মত প্রকাশের স্বাধীনতার নামে উপেক্ষা করা হয়।”
সংগঠনটির মতে, এই হুমকির পেছনে আংশিকভাবে ইসলামবিদ্বেষী রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে, যা মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বাড়িয়ে তুলছে।
২০১৫ সাল থেকে নেদারল্যান্ডসে প্রায় ৩০০টি ইসলামবিদ্বেষী ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হুমকিমূলক চিঠি, ভাঙচুর এবং মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা। 4305242#
 
captcha