IQNA

তিন মাসে ব্রিটেনে ২২টি মসজিদে ইসলামবিরোধী হামলা

14:10 - October 12, 2025
সংবাদ: 3478233
ইকনা- সংগঠন “টেল মামা” জানিয়েছে, গত তিন মাসে যুক্তরাজ্যজুড়ে অন্তত ২২টি মসজিদে হামলা বা ঘৃণামূলক আচরণ ঘটেছে—যা অত্যন্ত উদ্বেগজনক একটি প্রবণতা।

টেল মামা, যা ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণ করে, জানিয়েছে২০২৫ সালের জুন মাস থেকে শুরু করে তিন মাসে অন্তত ২২টি মসজিদে হামলা বা ঘৃণামূলক কার্যকলাপ ঘটেছে। সংস্থাটি এই প্রবণতাকে গভীরভাবে উদ্বেগজনকবলে বর্ণনা করেছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ২০১১ সালে টেল মামা প্রতিষ্ঠার পর থেকে তিন মাসের মধ্যে মসজিদে হামলার অন্যতম সর্বোচ্চ সংখ্যা, এবং এর তুলনায় কেবল একটি বৃদ্ধিই রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবির হত্যাকাণ্ডের পর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুসলমানদের উপাসনালয়ে হামলার বৃদ্ধি দেখায় যে মুসলিমবিদ্বেষ এখন সমাজে স্বাভাবিক হয়ে উঠছেবিশেষত সাম্প্রতিককালে ম্যানচেস্টারের হিটন পার্ক সিনাগগে চরমপন্থীদের হামলার ঘটনাটি বিভিন্ন ধর্মের অনুসারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান চরমপন্থার আশঙ্কা তৈরি করেছে।

🔹 ইমান আতা, টেল মামা-র পরিচালক, বলেন: এই পরিসংখ্যানগুলো উদ্বেগজনক ও নাড়া দেওয়ার মতো। বিশেষ করে হিটন পার্ক সিনাগগে ইহুদিবিদ্বেষী হামলার পর দেখা যাচ্ছে, উপাসনালয়গুলো ক্রমেই বেশি টার্গেট হচ্ছে। এসব হামলা মুসল্লিদের ওপর গভীর মানসিক ও সামাজিক প্রভাব ফেলেভয়, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে।

তিনি আরও বলেন, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফান্ড ফর ফেইথ ইনস্টিটিউশনস” (ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা তহবিল), যা কিছু মসজিদের নিরাপত্তা সহায়তা দেয়, এখন অপ্রতুল

ইমান আতা আহ্বান জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে চরমপন্থা ও ঘৃণার হাত থেকে সুরক্ষিত রাখতে আরও বিস্তৃত কৌশল গ্রহণ করা প্রয়োজন।

🔥 এদিকে, সম্প্রতি পিসহ্যাভেন শহরের এক মসজিদে অগ্নিকাণ্ডের পর, সেপ্টেম্বর ২০২৫ জুড়ে পুরো ব্রিটেনে ইসলামবিরোধী হামলার ঢেউ দেখা যায়। কিন্তু এই গুরুতর ঘটনাগুলোর পরও সরকার বা জাতীয় গণমাধ্যমের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়নি।

ডকুমেন্টিং অপপ্রেশন এগেইনস্ট মুসলিমস (DOAM)’ নামের সংস্থার তথ্য অনুযায়ী, ঐ মাসে অন্তত ১২টি ইসলামবিদ্বেষী হামলা ঘটেছেযার মধ্যে ছিল মসজিদে আগুন লাগানো, মুসলমানদের প্রতি গালাগাল ও শারীরিক আক্রমণ।

এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)- ১ লক্ষ ৮৭ হাজারের বেশি বার দেখা হয়েছে, কিন্তু এত ব্যাপক অনলাইন প্রতিক্রিয়ার পরও মূলধারার গণমাধ্যমে তা প্রচার পায়নি, এবং সরকারও এ বিষয়ে কোনো জরুরি বৈঠক আহ্বান করেনি

বিশ্লেষকদের মতে, এই হামলাগুলো বছরের পর বছর ধরে রাজনীতি ও গণমাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা নেতিবাচক প্রচারণার ফল, যেখানে ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীগুলো মুসলমানদের অমানবিক চিত্র তুলে ধরেছে

যদিও ব্রিটিশ সরকার ২০২৫ সালের এপ্রিলে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাপ্রচার মোকাবিলায় তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল, সমালোচকদের মতে, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ ছাড়া এসব উদ্যোগ কেবল মুখের কথা হয়েই রয়ে গেছে। 4310064#

 

captcha