
আরবি২১-এর বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, মাত্র ১৪ বছর বয়স থেকেই জেইনা জার্মানির অপেশাদার বক্সিংয়ের নিয়ম পরিবর্তনের জন্য লড়াই শুরু করেন, যাতে তিনি পূর্ণ হাতা জার্সি ও হিজাব পরে রিংয়ে নামতে পারেন।
প্রথম ম্যাচে রিংয়ে ওঠার সময় তিনি বলেন:
“সবার চোখ আমার দিকে। কেউ কেউ সরাসরি বললেন, ‘এভাবে বক্সিং করা যায় না।’ আমি উত্তর দিয়েছিলাম — আমরা শুধু নিয়মটাই বদলে দিয়েছি!”
তিনি হাল ছাড়েননি। নিজের ধর্মীয় বিশ্বাসে অটল থেকে বার্লিনের একাধিকবার চ্যাম্পিয়ন এবং জার্মানির জাতীয় চ্যাম্পিয়ন হন। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বাধা এলো — তৎকালীন আইবিএ (IBA) হিজাব নিষিদ্ধ করেছিল।
১৯ বছর বয়সে জেইনা বিশ্বব্যাপী নিয়ম পরিবর্তনের জন্য প্রচারণা শুরু করেন। তিনি বলেন:
“জার্মানি আমাকে সমর্থন করেনি। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শুধু সেই সমান সুযোগ চেয়েছিলাম, যা অন্য সব খেলোয়াড় পান।”
তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফল ২০১৯ সালে মিলল — আইবিএ হিজাব নিষেধাজ্ঞা তুলে নেয়। একই সঙ্গে অলিম্পিক বক্সিংয়ের তত্ত্বাবধানকারী সংস্থা ওয়ার্ল্ড বক্সিংও হিজাব ও পূর্ণাঙ্গ পোশাকের অনুমতি দেয়।
জেইনা বলেন:
“আমার সবচেয়ে বড় জয় এই যে, এখন পৃথিবীর যেকোনো অপেশাদার নারী বক্সার হিজাব পরে রিংয়ে নামতে পারবেন এবং নিজের মতো করে নিজেকে উপস্থাপন করতে পারবেন।”
তাঁর এই প্রচারণা পরবর্তীতে ২০১৭ সালে নাইকির দৃষ্টি আকর্ষণ করে। জেইনা নাইকির নতুন স্পোর্টস হিজাব ‘নাইকি প্রো হিজাব’ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বর্তমানে ডব্লিউবিও (WBO) পোশাকের বিষয়টি স্থানীয় কমিশনের ওপর ছেড়ে দিয়েছে এবং আইবিএফ (IBF)-এর কোনো নির্দিষ্ট হিজাব-বিরোধী নিয়ম নেই।4319895