IQNA

পাকিস্তান-ইরান সীমান্তে আত্মঘাতী হামলা; নিহত ২৩

18:04 - June 09, 2014
সংবাদ: 1415873
আন্তর্জাতিক বিভাগ: ইমাম খোমেনী (রা.)-এর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে পাকিস্তানে ফেরার পথে এক কাফেলা উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২৩ জনকে নিহত করেছে।

‘rfi’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৯ম জুন বিকালে ইরান থেকে ফেরার পথে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ সন্ত্রাসীরা এ হামলা চালিয়। এ হামলার ফলে অন্তত ২৩ জন শিয়া মুসলমান নিহত হয়।
সন্ত্রাসী হালমার ব্যাপারে বেলুচিস্তান প্রদেশের মন্ত্রী ‘আকবর দৌরানী’ জানান: ইমাম খোমেনী (রা.)-এর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে পাকিস্তানে ফেরার পথে উক্ত কাফেলার সকল সদস্যগণ বেলুচিস্তানের একটি রেস্টুরেন্টে বিশ্রাম নিচ্ছিলেন। আর এ সুযোগ বুঝে সন্ত্রাসীরা অত্যাধুনিক ও ভারী অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়।
তিনি আরও জানান, এ পর্যন্ত ২৩ জন নিহতের ব্যাপারে নিশ্চিত হয়েছ। এছাড়াও নিরাপত্তা বাহিনী সহকারে অনেকেই আহত হয়ে। নিহতদের মধ্যে সকলেই যিয়ারকারী এবং শিয়া মুসলমান।
এছাড়াও করাচীর বিমানবন্দরে অপর এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২ জন পাকিস্তানি অধিবাসী নিহত হয়। এ হামলার ব্যাপারে করাচীর পুলিশ কর্মকর্তা জানিয়েছেন: ছয় জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
1415455

captcha