বার্তা সংস্থা ইকনার ইউরোপ প্রতিনিধির রিপোর্ট : ইঙ্গোশতিয়া’র প্রেসিডেন্টের দপ্তরের পত্র-পত্রিকা বিষয়ক সেবা বিভাগ এ সম্পর্কে জানিয়েছে যে, ইঙ্গোশতিয়ার প্রেসিডেন্ট ‘ইউনুস বেক ইউকোরোভে’র সাথে এদেশে ‘রাশিয়া অয়েল’ কোম্পানী’র প্রতিনিধি ‘হামেদ আল-বাকাওভে’র সাক্ষাতকালে এ মসজিদ নির্মাণের বিষয়টি উত্থাপিত হয়।
রাশিয়া অয়েলের প্রতিনিধি এ সাক্ষাতে মসজিদ সম্পর্কে জানান : মসজিদটি ১০০০ মুসুল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন।
এ সময় জনাব ইউনুস বেক এ নেক কাজের জন্য ‘রাশিয়া অয়েলে’র প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এ কোম্পানী’র উন্নতি কামনা করেন।#999429