IQNA

বসনিয়া ও হার্জেগোভিনায় ‘হজ্ব এবং তীর্থযাত্রী’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

0:12 - June 10, 2012
সংবাদ: 2343063
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বসনিয়া ও হার্জেগোভিনায় রাজধানী ‘সারায়েভো’য় ৪ থেকে ৬ই জুন পর্যন্ত ‘হজ্ব এবং তীর্থযাত্রী’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত সম্মেলন, বসনিয়া ও হার্জেগোভিনা’র ইসলামী সম্প্রদায় সংস্থার পক্ষ থেকে কুয়েতি মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত ওমরা হজ্ব সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রারম্ভে এই দেশের ওমরা হজ্ব কাউন্সিলারের প্রধান ‘নিজামি খলিল আউচ’ এবং কুয়েতের হজ্ব সংস্থার প্রতিনিধি ‘রুমি মাতার রুমি’ নিজেদের মূল্যবান বক্তৃতায়, ঐশ্বরিক বাধ্যবাধকতা ও হজ্বের মৌসুমে তীর্থযাত্রীদের কর্তব্যের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও উক্ত সেমিনারে, বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামী সম্প্রদায়ের প্রধান ‘মুস্তাফা আফান্দারী সারিচ’ তার নিজের বক্তৃতায়, হজ্ব তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান উদযাপনের ব্যাপারে জোর দিয়ে বলেন. যেসকল হজ্ব তীর্থযাত্রীরা প্রথম বারের জন্য হজ্বে যাবেন তাদের হজ্ব সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা থাকা প্রয়োজন।
1024703#
captcha