IQNA

আবারও আজান দেওয়া নিষেধ হল তাজিকিস্তানের মসজিদ সমূহে

6:53 - July 05, 2012
সংবাদ: 2361429
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তাজিকিস্তানের রাজধানী দুশানবে’র সিটি মেয়র এদেশের মসজিদ গুলোয় উচ্চ স্বরে আজান প্রদানের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তাজিকিস্তানের রাজধানী দুশানবে জুলাই মাসের ১ম তারিখ থেকে উচ্চ স্বরে আজান প্রদানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুশানবে শহরের বিভিন্ন মাজহাবের অনুসারী, নেতা এবং প্রতিনিধিদের, উচ্চ স্বরে আজান প্রদান কারার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কারণে এ শহরের সিটি মেয়র মসজিদ সমূহে উচ্চ স্বরে আজান প্রদানের নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুশানবে শহরের মেয়র ‘মুহাম্মদ সাইয়িদ ওবায়দুল্লাহ ওফে’র নির্দেশে এ শহরের মসজিদ সমূহে আজানের শব্দ নিয়র্ন্তন এবং যুবক ও নবযুবকদের মসজিদে প্রবেশের বাধা সৃষ্টি করার জন্য ক্যামেরা ফিট করা হয়েছে।
উল্লেখ্য যে, দুশানবের মেয়র সর্বপ্রথম ২০০০ সালে উচ্চ স্বরে আজান প্রদানের নিষেধাজ্ঞা জারি করে কিন্তু বিগত বছর গুলোয় এই আদেশ বাতিল হয়ে গিয়েছিল।
1044778#
captcha