IQNA

চীনের ‘উইঘুর’ মুসলমানেরা প্রবল চাপের সম্মুখীন

15:05 - July 09, 2012
সংবাদ: 2364433
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: চীনা সরকার এদেশের ‘উইঘুর’ রাজ্যের ‘সিন কিয়ানাঘ’ শহরের মুসলমানদের বাড়ী এবং মাদ্রাসা গুলোয় ইসলামিক অনুষ্ঠান উদযাপনের বাধা প্রয়োগ করছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘উইঘুর’ শহরের মুসলিম অধিবাসীরা এদেশের সরকারের তীব্র হয়রানি এবং চাপের মুখে বসবাস করছে।
এদেশের সরকার এই অঞ্চলের অধিবাসীদের স্বাধীনভাবে ইবাদত এবং ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধা প্রয়োগ করছে এবং ২য় জুলাই ‘উইঘুর’ শহরে বসবাস কৃত মুসলমানদের বাড়ীতে আকস্মিক ভাবে প্রবেশ করে পরিদর্শন করে।
প্রতিবেদন অনুযায়ী, চীনা সরকার উক্ত অঞ্চলের কয়েকটি মাদ্রাসাই ইসলামিক কর্ম পরিচালনার অনুমতি দিয়েছে এবং অন্যান্য মাদ্রাসা ও ইসলামিক প্রতিষ্ঠান সমূহে সকল প্রকার ইসলামিক অনুষ্ঠান উদযাপনের নিষিদ্ধ ঘোষণা করেছে।
1043523#


captcha