ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাশিয়ান মুফতি কাউন্সিলার ঘোষণা করেছে, মুফতি কংগ্রেস কাউন্সিলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এদেশের বিশিষ্ট মুফতি এবং উক্ত কাউন্সিলের চেয়ারম্যান রাভিল ঘেইনউদ্দিনকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে।
এছাড়াও উক্ত পরিষদের প্রধান জানিয়েছেন, এই বিশেষ বৈঠকে মুফতি কংগ্রেস কাউন্সিলের নির্বাচন, গত ৫ বছরের সাফল্য এবং আগামী ৫ বছরেরে পরিকল্পনা সহ অন্যান্য বিষয়বস্তু উল্লেখ করা হবে।
1041738#