IQNA

মায়ানমারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের অনুষ্ঠান

14:41 - August 01, 2012
সংবাদ: 2383215
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মায়ানমার সরকারের ইসলাম বিরোধী মনোভব থাকা স্বত্বেও এদেশের ‘তানজি’ শহরের মুসলমানের, জনসাধারণের জন্য ইফতারের আয়োজন করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘তানজি’ শহরের ‘মাতুলিনা’ হোসাইনিয়ার শিয়া কর্মীদের প্রচেষ্টায় ২১শে জুলাই থেকে রমজান মাসের শেষ পর্যন্ত এই ইফতার পার্টি অব্যাহত থাকবে।
‘তানজি’ শহরে, আলী আব্বাসের ইমামতের মাধ্যমে জামাত সহকারে নামাজ শেষে উক্ত অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও ইয়াঙ্গুন, পারুম, মানদালী শহর গুলোয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জামাত সহকারে নামাজ শেষে ইফতারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য যে, তানজি শহরের এই হোসাইনীয়াটি ‘মোহাম্মাদ আলী মাজানদারনী’ কর্তৃক একশত বছর পূর্বে নির্মিত হয়েছে এবং বর্তমানে তাঁর সন্তানেরা এই হোসাইনীয়াটির দায়িত্বের নিয়োজিত রয়েছে।
1061523#
captcha