IQNA

পাকিস্তানে শহীদ পরিবারদের সম্মাননা প্রদর্শন

23:52 - October 01, 2012
সংবাদ: 2423974
সামাজিক বিভাগ: পাকিস্তানে ‘হেদায়েত টেলিভিশন’ সেন্টার, এদেশের ‘সাকরাদু’ শহরের শিয়া শহীদ পরিবারদের সম্মাননা প্রদর্শন করেছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শিয়া শহীদ পরিবারের সম্মাননা প্রদর্শন অনুষ্ঠান ২৯শে সেপ্টেম্বরে ‘জামেয়াতুল জাহরা’ মাদ্রাসার কর্মকর্তা ‘আল্লামা মোহাম্মাদ হাসান নাজাফী’, ‘সাকরাদু’ মসজিদের ইমাম, লন্ডন হেদায়েত ইসলামিক টিভি সেন্টারের পরিচালক ‘স্যায়েদ জাবেদ’ এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের শহীদদের পরিবারবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মাননা প্রদর্শন অনুষ্ঠানে লন্ডন হেদায়েত ইসলামিক টিভি সেন্টারের পরিচালক ‘স্যায়েদ জাবেদ’ বলেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে এদেশের শহীদ পরিবারদের সম্মান প্রদান এবং তাদেরকে সাহায্য করা হয়েছে।
তিনি শেষপ্রান্তে বলেন, আল্লাহ’র দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এজন্য যে, এই অনুষ্ঠানের মাধ্যমে এদেশের শহীদ পরিবারদের সাহায্য করতে পেরেছি।
উল্লেখ্য যে, শিয়া হওয়ার কারণে সন্ত্রাসীদের দ্বারা সম্প্রতি ইসলামাবাদ, করাচী, গিলগিট শহরে ব্যক্তিরা শহীদ হয়েছে তাদের পরিবারদের এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
1110824
captcha