IQNA

ভারতে হিন্দি ভাষায় ‘কারবালা থেকে মদিনা’ বই প্রকাশ

23:24 - December 08, 2012
সংবাদ: 2460132
সাহিত্য বিভাগ: বোম্বে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের সহযোগিতায় ইমাম হোসাইন (আ.)এর শহীদ স্মরণে ‘কারবালা থেকে মদিনা’ বইটি অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
ইসালামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিয়ষক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের প্রতিভাময় লেখক ‘সাইয়্যেদ বাশারাত শুকু’ আশুরার পরের ঘটনার সমন্বয়ে ‘কারবালা থেকে মদিনা’ বইটি উর্দু ভাষায় লিখেছেন এবং বর্তমানে এই বইটি হিন্দি অনুবাদ করা হয়েছে।

এই বইটি এর আগে ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে এবং বর্তমানে হিন্দি ভাষায় অনুবাদ করেছে মোহাম্মাদ ফিরুজ।

উক্ত বাইটিতে ইমাম হোসাইন (আ.)এর বিজয় এবং শাহাদাত, বিশ্বস্ততা, ধৈর্য এবং বন্দদশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
1147455
captcha