ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী কালচার কাউন্সিলার এবং ফিলিপাইন চলচ্চিত্র উন্নয়ন কেন্দ্রের প্রচেষ্টায় পাঁচ শতাধিক ফিলিপিন দর্শকের উপস্থিতিতে এই সিনেমা প্রদর্শিত হয়েছে।
উল্লেখ্য যে, রিজাল সিনেমা হলে ৮ম ডিসেম্বর থেকে এক মাস ব্যাপী ‘হাফত রুখ ফারাখ ইরান’, ‘মারিয়াম মোকাদ্দাস’, ‘মাসিহি’, ‘দাস্তহায়ে খলি’, ‘ইনজো বেদুনে মান’, এবং ইরানী প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে।
1163247