IQNA

ফিলিপাইনে ‘মারিয়াম মোকাদ্দাস’ চলচ্চিত্র প্রদর্শন

0:05 - January 01, 2013
সংবাদ: 2473474
আন্তর্জাতিক বিভাগ: হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকীর স্মৃতিরক্ষায় ম্যানিলা শহরের রিজাল সিনেমা হলে ‘মারিয়াম মোকাদ্দাস’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী কালচার কাউন্সিলার এবং ফিলিপাইন চলচ্চিত্র উন্নয়ন কেন্দ্রের প্রচেষ্টায় পাঁচ শতাধিক ফিলিপিন দর্শকের উপস্থিতিতে এই সিনেমা প্রদর্শিত হয়েছে।

উল্লেখ্য যে, রিজাল সিনেমা হলে ৮ম ডিসেম্বর থেকে এক মাস ব্যাপী ‘হাফত রুখ ফারাখ ইরান’, ‘মারিয়াম মোকাদ্দাস’, ‘মাসিহি’, ‘দাস্তহায়ে খলি’, ‘ইনজো বেদুনে মান’, এবং ইরানী প্রামাণ্য চিত্র প্রদর্শিত হচ্ছে।
1163247
captcha