IQNA

আবার বাংলাদেশি হত্যা; আর কত লাশ চায় বিএসএফ?

23:31 - January 02, 2013
সংবাদ: 2474786
আন্তর্জাতিক বিভাগ: নতুন বছরের দ্বিতীয় দিনেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগে, গতকাল ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে গরুব্যবসায়ী দুই বাংলাদেশী নিহত হয়েছিলেন। সে ক্ষেত্রে দু'দিনে বিএসএফ'র হাতে চার বাংলাদেশী লাশ হলেন।


কোরআন বিষয়ক বার্তা সংস্থার ইকনা’র রিপোর্ট: বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিসন সীমান্তে বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশী নিহত হন। গতরাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিভীষণ গ্রামের মুহাম্মাদ মাসুদ এবং তারাপুর-সাহাপাড়া গ্রামের শহীদুল ইসলাম। তাদের দু'জনের বয়স ২২ ও ২৩ বছর।

বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ৪৩ ব্যাটালিয়নের একজন সিনিয়র কর্মকর্তা মেজর শরিফ মাহমুদ হাসান জানান, রাত তিনটার দিকে ২১৯/৪৮ নং পিলারের কাছ দিয়ে গরু আনতে যাওয়ার সময় ভারতের পিলাসন বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে ওই দুই ব্যবসায়ী নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ কাঁটাতারের বেড়ার ওপারে পড়ে আছে।

বিদায়ী বছর ২০১২ সালে বিএসএফ'র গুলি ও নির্যাতনে নিহত হন ৩৫ বাংলাদেশী।

মানবাধিকার সংস্থা অধিকার-এর তথ্য অনুযায়ী, গত ১২ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৯৬৬ জন বাংলাদেশি।

এ অবস্থায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে- ভারত সরকার বার বার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও বিএসএফ কেন সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করছে না। তারা কি বাংলাদেশিদের লাশের নেশায় মত্ত হয়ে উঠেছে? সে ক্ষেত্রে অনেকে এও বলছেন, আর কত লাশ দিলে '৭১ সালে ভারত থেকে নেয়া সহযোগিতার মূল্য পরিশোধ হবে?#রেডিও তেহরান


captcha