কোরআন বিষয়ক বার্তা সংস্থার ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন মুসলিম পরিবারের বৈশিষ্ট্য এবং জীবনের নীতি উন্নতির আলোকে স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুলসেমিন কালেব জাওয়াদ নাকাভি, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুলসেমিন মাহমুদুল হাসান, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুলসেমিন আলী আব্বাস ইসলামী জীবনের ভিত্তির অন্তর্ভুক্ত প্রসঙ্গ, ইসলামী পোশাক পরিধানের গুরুত্ব, মুসলিম পরিবারের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং মনস্তাত্ত্বিক বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করবে।
1165081