IQNA

ওয়াহাবিদের নিষেধাজ্ঞায় সুদানে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকীর উৎসব অনুষ্ঠান বর্জন!

3:09 - January 04, 2013
সংবাদ: 2474915
আন্তর্জাতিক বিভাগ: সুদানে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকীর উৎসব অনুষ্ঠান উদযাপন করা হারাম ঘোষণা করেছে ওয়াহাবি এবং সালাফি চরমপন্থি দল।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী এবং ঐক্য সপ্তাহের আগমনে সুদানের শিয়া, সুন্নি এবং সুফি সহকারে সকল ইসলাম প্রিয় মুসলমানেরা প্রতি বছর ‘সহাতুল মাওদুল’ নামক জায়গায় ব্যাপক উৎসব অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

কিন্তু এবছর সালাফি এবং ওয়াহাবিদের চরমপন্থি দল এই উৎসব অনুষ্ঠান উদযাপনের নিষেধাজ্ঞা জারি করেছে এবং বলেছে, হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে সকল প্রকার মওলুদ-খনি এবং ইসলামী সঙ্গীত পরিবেশনা করা হারাম।

উল্লেখ্য যে, গত বছর ইসলামী দলের সঙ্গে চরমপন্থি সালাফি দলের সংঘর্ষ হওয়ার দরুন বহু সুদানই মুসলমানেরা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওয়াহাবি ও সালাফিরা সুফিদের অনেক পীরদের মাযার ধ্বংস করেছে এবং চরমপন্থি ওয়াহাবি এবং সালাফিরা এবছর বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকীর উৎসব অনুষ্ঠান হারাম ঘোষণা করেছে।
1165310
captcha