IQNA

লাহোরে ‘নবী (সা.)এর উম্মাহ’ নামক সেমিনার অনুষ্ঠিত

0:03 - January 05, 2013
সংবাদ: 2475130
সামাজিক বিভাগ: পাকিস্তানের ‘মুস্তাফার (সা.) উম্মাহ জাগরণ’ আঞ্জুমানের পক্ষ থেকে ৩য় জানুয়ারিতে পাঞ্জাব রাজ্যের লাহোরে ‘নবীর (সা.) উম্মাহ’ নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে এই সেমিনার শুরু হয়েছে।

পরবর্তীতে ‘জামেয়াতুল ওরয়াতুল উছকা’ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সৈয়দ জাওয়াদ নাকাভি তার নিজের বক্তৃতায় বর্তামান বিশ্বে ইসলামের প্রতি মুসলমানদের দায়িত্বের ব্যাপারে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

এই সম্মেলনে অমুসলিমদের সঙ্গে নবী করিম (সা.)এর ব্যবহার এবং এই সর্ব মহৎ ব্যক্তির নৈতিক গুণাবলী সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।

উক্ত সেমিনার ওলামা, পণ্ডিত, বুদ্ধিজীবী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী এবং স্থানীয় জনতা উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1162433
captcha