IQNA

প্রচণ্ড শৈত্যপ্রবাহের মাঝেই বিশ্ব ইজতেমা শুরু; ২য় পর্ব ১৮ জানুয়ারি

23:12 - January 10, 2013
সংবাদ: 2478559
আন্তর্জাতিক বিভাগ: ঢাকার কাছে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের পর শুরু হয়েছে ৪৮তম বিশ্ব ইজতেমার তিনদিনব্যাপী অনুষ্ঠান। এ পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাবলিগ জামাত আয়োজিত এ ইসলামি জমায়েতকে সুষ্ঠু ও সফল করে তুলতে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ইজতেমা মাঠের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমগ্র টঙ্গী এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। পুলিশ ও র্যা বের সঙ্গে সেনাবাহিনী এবং আনসারের প্রায় সাড়ে ১১ হাজার নিরাপত্তা কর্মী গতকাল (বুধবার) থেকেই দায়িত্ব পালন করে আসছে।

ইজতেমা ময়দান ছাড়াও প্রতিটি প্রবেশ পথ, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং টঙ্গীর আনাচে-কানাচে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
ইজতেমা মাঠের প্রতিটি প্রবেশপথে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে লোকজনের দেহ তল্লাশি করছে। এছাড়া, প্রবেশপথগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

তুরাগ নদ পারাপারের জন্য সেনাবাহিনী ৮টি ভাসমান পন্টুন ব্রিজ তৈরি করেছে। র্যািব ও পুলিশের বেশ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এসব টাওয়ার থেকে সিসি ক্যামেরা দিয়ে পুরো মাঠের ওপর নজরদারি চালানো হবে। ইজতেমা চলাকালে র্যাহব সদস্যদের হেলিকপ্টার টহলের ব্যবস্থাও করা হয়েছে।

এরইমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য সরকারি দফতরের বিভিন্ন সেবা কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে মুসল্লিদের প্রাথমিক চিকিতসা সেবা কেন্দ্রগুলো বিনামূল্যে চিকিতসা ও ওষুধ বিতরণের জন্য চালু হয়েছে।#রেডিও তেহরান
captcha