IQNA

পবিত্র রমজান মাস বিষয়ক বিশেষ অনলাইন সভা

21:37 - July 07, 2013
সংবাদ: 2557801
সাংস্কৃতিক বিভাগ : ইসলামিক সেন্টার অব ব্রিটেনের উদ্যোগে ‘পবিত্র রমজান মাস’ উপলক্ষে বিশেষ অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ব্রিটেনের এ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পবিত্র রমজান মাসের আগমনকে সামনে রেখে অনলাইনে আয়োজিত এ সভা গত ৫ই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের ধর্ম বিশেষজ্ঞ পবিত্র রমজান মাসের গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে পবিত্র কুরআনের এ আয়াত -হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার’। [বাকারাহ : ১৮৩]-
উল্লেখ করেন।
রোজা ৩০ দিন রাখার বিষয়ে বর্ণিত হাদীস উল্লেখ করে তিনি বলেন : হযরত আদম (আ.) ঐ বৃক্ষ হতে যা কিছু খেয়েছিলেন ৩০ দিন পর তার প্রভাব কেটে যায়।
পবিত্র রমজান মাসের নিয়্যতের বিষয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন : রমজান মাসের প্রথমদিন ফজরের নামাযের পূর্বে এক মাসের রোজার নিয়্যত করা সম্ভব।#1253116
captcha