IQNA

ফ্রান্সে শিশুদের জন্য পবিত্র রমজানের আলোকে বিশেষ কর্মশালা

16:53 - July 08, 2013
সংবাদ: 2558416
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের সান ড্যানি শহরে সাংস্কৃতিক কেন্দ্রে আসন্ন পবিত্র রমজান মাসের আলোকে শিশুদের জন্য প্রতি শনিবারে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তৌহিদ নামক সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা মণ্ডলী জানিয়েছেন, পবিত্র রমজান মাসের আলোকে অন্যান্য বছরের মত চলতি বছরেও রমজান মাস জুড়ে এদেশের শিশুদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এই কর্মশালা রমজান মাসের প্রতি শনিবারে অনুষ্ঠিত হবে এবং কর্মশালায় অংশগ্রহণকারীরা রোজার ফজিলত এবং আমল সমূহ সম্পর্কে অবগত হবেন।

উক্ত কর্মশালা ৪ থেকে ১১ বছরের বাচ্চাদের জন্য অনুষ্ঠিত হবে এবং শিক্ষক মণ্ডলীরা নিজেদের সাধ্য মত চেষ্টা করবে অংশগ্রহণকারী সকল শিশুরা যেন রোজার ফজিলত এবং অমল সমূহ খুব ভালো ভাবে শেখে।
1253666
captcha