IQNA

দুস্থদের সহায়তার করার জন্য ভ্রমণ

14:04 - July 14, 2013
সংবাদ: 2561201
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের এক সংস্থা পবিত্র মাহে রামাযান উপলক্ষে দুস্থদের সাহায্য করার উদ্দেশ্য ৮টি দেশে ভ্রমণ করবে।

‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের মুসলমানদের উদ্যোগে এই সংস্থা সংগঠিত হয়েছে এবং সংগঠনের একটি দল দুস্থ ও অসহায়দের সাহায্য এবং তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্য বিশ্বের ৮টি দেশে ভ্রমণ করবে।

এই দলটি পবিত্র রমজান মাস জুড়ে ৮টি দেশ ভ্রমণ করে অসহয়, অনাথ, এতিম এবং যে সকল পরিবারে অর্থ উপার্জন করার মত কেউ নেই তাদের সাহায্য করবে।

এই দলটি প্রথমে ইংল্যান্ডে ভ্রমণ করবে এবং দুস্থদের সাহায্য এবং তাদের সাথে সম্পর্ক প্রসারিত করবে।
1256857

captcha