কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কোরআন ইন্সটিটিউটের প্রধান ‘কামার আলম’ জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কর্মসূচী ১৯শে জুলাই শুরু হবে এবং একাধারে ২৯শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
কামার আলম পবিত্র রমজান মাসের উপর গুরুত্বারোপ করে বলেছেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাসে মহান আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ “আল কোরআন” এবং এর ব্যাখ্যার সাথে আমাদের পরিচিত হতে হবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে উক্ত কর্মসূচীতে পবিত্র কোরআন শিক্ষা, তাফসির, আকাইদ, আহকাম এবং ইসলামী ইতিহাসের ক্লাস সহ অন্যান্য বিষয় সমূহ বিবেচনা করা হয়েছে।
উক্ত ক্লাস সমূহ স্থানীয় সময় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1256829