IQNA

জাপানিরা পবিত্র রমজান মাসের সঙ্গে পরিচিত হবে

0:56 - July 18, 2013
সংবাদ: 2563273
আন্তর্জাতিক বিভাগ: জাপানি মুসলমানেরা পবিত্র রমজান মাস উপলক্ষে এদের বৃহত্তম মসজিদে মুসলিম এবং অমুসলিমদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে।
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাপানের টোকিও’তে সর্ববৃহৎ মসজিদ কোমী’তে অমুসলিমদের জন্য পবিত্র রমজান মাস জুড়ে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান এবং ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

বিগত রমজানের দিনগুলোই জাপানী, তুর্কী, ইন্দোনেশিয়া, ঘানা সহ অন্যান্য দেশের প্রায় গড়ে ২০০ জন এই ইফতারি পার্টিতে অংশগ্রহণ করেছেন।

১৯২০ সালে রাশিয়ান বিপ্লবের পর তুর্কি থেকে কয়েক শত মুসলমান জাপানে স্থানান্তরর করে এবং এভাবেই জাপানে ইসলাম ধর্ম প্রবেশ করে।

১৯৩০ সালে জাপানে মুসলমানের সংখ্যা প্রায় ১০০০ জনে দাড়ায় এবং পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তান, ইরান থেকে অনেক মুসলমান জাপানে স্থানান্তরিত হয় এবং এভাবেই এদেশে মুসলমানের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পায়।

বর্তমানে জাপানের অধিবাসী ১২ কোটি ৭০ লক্ষের মধ্যে ১ লক্ষ ২০ হাজার জন মুসলমান।
1257688
captcha