IQNA

লন্ডনে পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং অর্থের আলোকে বৈঠক

14:03 - July 21, 2013
সংবাদ: 2564668
চিন্তা বিভাগ: লন্ডনে ছাত্র এসোসিয়েশনের পক্ষ থেকে ২০শে জুলাই পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং অর্থের আলোকে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লন্ডন ঐক্য কমিউনিটি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, এই সম্মেলন ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকীর আলোকে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ জালালী উক্ত সম্মেলনে পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং অর্থের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

এই সম্মেলন স্থানীয় সময় ১৭ ঘটিকায় শুরু হয়েছে এবং মাগরিবের নামাজ পর্যন্ত অব্যাহত ছিল। নামাজ শেষে উপস্থিত দর্শনার্থীদের ইফতার দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, উক্ত সম্মেলনের উপান্তে জনসাধারণের জন্য কুরআন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
1260394
captcha