IQNA

পবিত্র রমজান মাসের কর্মসূচী ঘোষণা করল মালয়েশিয়ার ‘মোহেব্বানে রাসূল (সা.)’ সংস্থা

18:45 - July 22, 2013
সংবাদ: 2565419
কুরআনিক কার্যক্রম বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ার মুসলমানদের জন্য প্রতি শুক্রবার রাত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে এদেশের ‘মোহেব্বানে রাসূল (সা.)’ সংস্থা।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব এশিয়ার ছাত্র ইউনিয়নের প্রতিবেদন অনুযায়ী, ‘মোহেব্বানে রাসূল (সা.)’ সংস্থার পক্ষ থেকে এদেশের রোজাদারদের জন্য প্রতি শুক্রবারের রাত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

এদেশের মুসলমানদের জন্য জামাতের সাথে মাগরিব ও ঈসার নামাজ, ইফতার এবং পবিত্র রমজানের আলোকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘রাসুল মাহাল্লতি’র বক্তৃতা সহ অন্যান্য ধর্মীয় প্রোগ্রাম বাস্তবায়িত করছে ‘মোহেব্বানে রাসূল (সা.)’ সংস্থার সদস্যগণ।
1261211
captcha