আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ওয়াশিংটন ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত সেন্টারে স্থানীয় সময় সকাল ৮ ঘটিকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এদেশের প্রত্যেক মুসলমানদের জন্য ১০ ডলার ফেতরা নির্ধারণ করা হয়েছে এবং ঈদের নামাজের আগে ফেতরার ডলার পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছে।
এছাড়াও, যারা বিভিন্ন সমস্যার কারণে রোজা রাখতে সক্ষম হয়নি তাদের কাজা রোজার কাফফারা এক মুদ অথবা সমপরিমাণ আট ডলার পরিশোধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আর যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে এস্তেগফার (ক্ষমা চাওয়া) করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ওয়াশিংটন ইসলামিক সেন্টার পবিত্র ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হারাম ঘোষণা করেছে।
1270358