IQNA

আমেরিকায় মুসলিম যুব পরিষদ প্রতিষ্ঠিত

23:09 - August 10, 2013
সংবাদ: 2573244
সামাজিক বিভাগ: আমেরিকার মুসলমানদের ক্ষমতা বৃদ্ধির লক্ষে ফ্লোরিডা প্রদেশে মুসলিম যুব পরিষদ প্রতিষ্ঠিত করা হয়েছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম যুবকদের উসুলে আখলাকি শিক্ষা এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব প্রদানের লক্ষ্যে ‘Amyl Council’ নামক মুসলিম যুব পরিষদ প্রতিষ্ঠিত করা হয়েছে।

উক্ত পরিষদের কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রত্যেক সমাজেরই ভবিষ্যৎ সেই সমাজের যুবকদের ক্ষমতার উপর নির্ভর করে এবং ‘‘Amyl Council’’ মুসলিম যুব পরিষদের মূল উদ্দেশ্য এদেশের সকল যুবকদের ধর্মীয় ও রাজনৈতিক জ্ঞানে সমৃদ্ধ করা।

উল্লেখ্য যে, ৬ই আগস্টে Amyl Council’’ মুসলিম যুব পরিষদ উদ্বোধন করা হয়েছে।
captcha