IQNA

আমেরিকায় নও মুসলিম নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ক্লাস

18:13 - August 13, 2013
সংবাদ: 2574834
কুরআনিক কার্যক্রম বিভাগ: আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগো শহরের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এদেশের নও মুসলিম নারীদের জন্য ১৩ই আগস্ট থেকে বিশেষ প্রশিক্ষণ ক্লাস শুরু হয়েছে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সান দিয়েগো শহরের ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত প্রশিক্ষণ ক্লাসে আমেরিকান নও মুসলিম নারীদের ইসলাম ধর্মের সঙ্গে আরও বেশী পরিচয় করানোর উদ্দেশ্যে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ ক্লাস স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় ইসলামিক সেন্টারের লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও, ১৩ই আগস্ট স্থানীয় সময় দুপুর ১২ টায় আরবি ভাষায় কুরআনের তাফসীরের ক্লাস এবং ইংরেজি ভাষায় দুপুর ২ টায় কুরআনের তাফসীরের ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
1271888

captcha