ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অসলো’ই শহরে ইমাম আলী (আ.) মসজিদের প্রতিবেদন অনুযায়ী, দোয়া-ই-কুমাইলের অনুষ্ঠান সংবেদনশীল মুসলমানদের উপস্থিতিতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, দোয়ার অনুষ্ঠান ২২শে আগস্ট ইমাম আলী (আ.) মসজিদে স্থানীয় সময় ১৭:৩০ মিনিটে আগ্রহী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
1275932